বুধবার, ০৩ এপ্রিল, ২০১৯, ০১:০৫:৪৩

ইউনিফর্মে মহিলা পুলিশদের স্টেজ কাঁপানো ডান্স, ভাইরাল ভিডিও

ইউনিফর্মে মহিলা পুলিশদের স্টেজ কাঁপানো ডান্স, ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক : পোশাক পরিহিত অবস্থায় নাচ-গান করে এর আগেও সমালোচিত হয়েছে পুলিশ কর্মকতা৷ সে খবর উঠে এসেছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে৷ এবারও তেমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো৷ 

হরিয়ানার জনপ্রিয় স্টেজ ডান্সার স্বপ্না চৌধুরির হিট গানে কোমর দোলাতে দেখা গেল ভারতের দিল্লির মহিলা পুলিশ থেকে মহিলা আইপিএস কর্মকর্তা৷

গত শনিবার ৩০ মার্চ, দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশের জন্য All Women Sampark Sabha-এর উদ্যোগে শুনো সহেলি নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ 

অনুষ্ঠান চলাকালীন স্বপ্না চৌধুরির গান বাজানো হয়৷ ইতিমধ্যেই সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে এই ভিডিও৷ যেখানে দেখা যাচ্ছে, স্বপ্নার ‘তেরি আখ্যিয়া কা ইয়ো কাজল’ গানে নাচছেন মহিলা পুলিশ কর্মকর্তা৷

আর সেই গানে নাচার জন্য স্টেজে উঠে পড়েন কয়েকজন মহিলা পুলিশ কর্মকর্তারা৷ ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকে৷ সেই দলে আইপিএস কর্মকর্তাও যোগ দেন বলে জানা যায়৷ 

কিছুটা হালকা মেজাজে মজার ছলেই অনুষ্ঠানে পা-এ পা মেলান তারা৷ তাদের সহকর্মীরা ছাড়াও উপস্থিত অনেকেই মোবাইল বন্দি করেন, যে ভিডিওয় পরে ভাইরাল হয়ে যায়৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে