আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বাহিনীর হাতে তিন পাক সেনা নিহতের ঘটনায় চরম প্রতিশোধে নেমেছে পাকিস্তান। তাদের দাবি, বিনা উসকানিতে এমন হামলার জবাবে ভারতীয় সাত সেনাকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ সময় তাদের গুলিতে আরও ১৯ সেনা আহত হয়েছে বলে দাবি করা হয়।
মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী বিনা উসকানিতে পাকিস্তানে গুলিবষর্ণ করলে এর পাল্টা জবাব হিসেবে ভারতীয় কয়েকটি নিরাপত্তাচৌকিও ধ্বংস করে পাকিস্তান।
এতে আরও বলা হয়, ভারতীয় সেনাবাহিনী জনবহুল এলাকা খুইরাতে নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালালে ১৮ বছর বয়সী এক পাকিস্তানি তরুণ শহীদ হয়। এছাড়া তিনজন নারী গুরুতর জখম হয়।
এদিকে মঙ্গলবার সকালে ভারতীয় বাহিনী অনর্থক রাওয়ালকোট সীমান্তের নিয়ন্ত্রণরেখা এলাকায় গুলি চালায়। এতে তিন পাকিস্তানি সেনা শহীদ হন।
পাকিস্তানি সেনাবাহিনীর আইএসপিআর দাবি করছে, ভারতীয় সেনাবাহিনী গত ৪৮-৭২ ঘণ্টা যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করেছে। পাকিস্তান এর যুগোপযোগী জবাব দিয়েছে।