আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিলাসবহুল একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে মঙ্গলবার রাতের ওই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
জানা গেছে, মক্কার পাশেই একটি হোটেলের ১২ তলাই আগুন লাগে। তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর সহায়তায় আগুন নেভানো হয়। ওই হোটেল থেকে অন্তত সাতশ ওমরাহ পালনকারীকে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সৌদি গেজেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এর আগে ২০১৫ সালে মক্কার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।