আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহাকাশ অস্ত্র পরীক্ষার বিপরীতে ঘোষণা দিয়ে পাকিস্তান বলেছে আন্তর্জাতিক মহাশূন্যে ভারতের উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার সম্ভাব্য মারাত্মক প্রভাব সম্পর্কে গভীর উদ্বেগের বিষয়। ২৭ মার্চ ভারত ঘোষণা করেছে যে দেশটি একটি স্যাটেলাইট বিরোধী (এএসএটি) ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এটি একটি পরিবর্তিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পৃথিবীর চারপাশে নিম্নকক্ষপথে তার নিজস্ব উপগ্রহগুলোর একটিকে ধ্বংস করে।
মঙ্গলবার প্রকাশিত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অ্যান্টি-স্যাটেলাইট পরীক্ষাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয় হওয়া উচিত, শুধু মহাকাশে ধ্বংসাবশেষ সৃষ্টিই নয় শান্তিপূর্ণভাবে ক্রিয়াকলাপ পরিচালনা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের ওপর এর প্রভাব ফেলবে।’
পাকিস্তান বলেছে, ভারতের এই পরীক্ষা মহাকাশের শান্তিপূর্ণ পরিবেশের জন্য ক্ষতিকর। অস্ত্রের প্রতিযোগিতায় প্রবেশের কোনো ইচ্ছা পাকিস্তানের নেই। মহাকাশের অসামরিকীকরণের শক্তিশালী সমর্থক পাকিস্তান। মহাকাশ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কেউই হুমকি তৈরি করবে না এটা নিশ্চিত করতে আর্থসামাজিক উন্নয়নের জন্য সমমনা দেশগুলোর সাথে আন্তর্জাতিক আইনের মধ্যকার ফাঁকগুলো মোকাবেলা করতে শান্তিপূর্ণভাবে কাজ চালিয়ে যাব আমরা। বর্তমানে মহাকাশে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক চুক্তি নেই।