বৃহস্পতিবার, ০৪ এপ্রিল, ২০১৯, ০৪:৩২:০৬

নরেন্দ্র মোদির তিন গুণ; লুট-দাঙ্গা-মানুষ খুন : মমতা ব্যানার্জী

নরেন্দ্র মোদির তিন গুণ; লুট-দাঙ্গা-মানুষ খুন : মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসন্ন ১৭তম লোকসভা নির্বাচনের প্রচার শুরুর দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বৃহস্পতিবার রাজ্যের কোচবিহারে তৃণমূল কংগ্রেসের এক জনসভায় অংশ নিয়ে মোদির তীব্র সমালোচনা করলেন মমতা।

বক্তৃতার শুরুতে হিন্দু-মুসলিম-খ্রিস্টান-সহ অন্যান্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মোদির বিরুদ্ধে সমালোচনা শুরু করেন তিনি। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি যদি ফের ক্ষমতায় আসে, সাধারণ মানুষ ব্যাংকে রাখা টাকা আর তুলতে পারবেন না। কারণ মোদির অর্থমন্ত্রী অরুণ জেটলি ব্যাংক থেকে টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা এক লাখ টাকা বেধে দিয়েছেন।

মমতা বলেন, জেটলি বলছেন, এক লক্ষ টাকার বেশি তুলতে পারবেন না। কিন্তু এটা ঠিক করার ওরা কে? মমতা বলেন, মোদির তিনটি গুণ; লুট-দাঙ্গা-মানুষ খুন।

মমতা বলেন, যার সারা শরীরে রক্তের দাগ, সে প্রধানমন্ত্রী হয়েছে এটা লজ্জার। এখন মানুষই বলছে চৌকিদার চোর হ্যায়। মমতার আশঙ্কা, বিজেপি ফের ক্ষমতায় এলে সংবিধান বদলে দেবে, থাকবে না ভোটাধিকারের ক্ষমতা। সেই চক্রান্তই বিজেপি চালাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে