বৃহস্পতিবার, ০৪ এপ্রিল, ২০১৯, ০৫:১০:৪৮

সীমান্তে পাকিস্তানের হামলায় ৭ ভারতীয় সেনা নিহত! ভারত বলছে...

সীমান্তে পাকিস্তানের হামলায় ৭ ভারতীয় সেনা নিহত! ভারত বলছে...

আন্তর্জাতিক ডেস্ক : রাওয়ালকোট সীমান্তের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর হামলার প্রতিশোধে নেমেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, বিনা উসকানিতে এমন হামলার জবাবে ভারতীয় সাত সেনাকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী।

এ সময় তাদের গুলিতে আরও ভারতীয় ১৯ সেনা আহত হয়েছে বলে দাবি করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর মঙ্গলবার এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী বিনা উসকানিতে পাকিস্তানে গুলিবষর্ণ করলে ৩ পাক সেনা নিহত হয়। এর পাল্টা জবাব হিসেবে ভারতীয় কয়েকটি নিরাপত্তাচৌকিও ধ্বংস করে পাকিস্তান।

এতে আরও বলা হয়, ভারতীয় সেনাবাহিনী জনবহুল এলাকা খুইরাতে নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালালে ১৮ বছর বয়সী এক পাকিস্তানি তরুণ শহীদ হয়। এছাড়া তিনজন নারী গুরুতর জখম হয়।

পাক সেনা জানায়, মঙ্গলবার সকালে ভারতীয় বাহিনী অনর্থক গুলি চালিয়ে রাওয়ালকোট এলাকায়। এতে তিন পাকিস্তানি সেনা শহীদ হন। নিহত তিন সেনা হলেন, মুহাম্মদ রিয়াজ, আজিজুল্লাহ এবং শহিদ মানসাব।

পাকিস্তানি সেনাবাহিনীর আইএসপিআর দাবি করছে, ভারতীয় সেনাবাহিনী গত ৪৮-৭২ ঘণ্টা যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করেছে। পাকিস্তান এর যুগোপযোগী জবাব দিয়েছে।

এদিকে, ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তানের হামলা সাত সেনা নিহতের দাবিকে অস্বীকার করেছে। ভারত জানায়, মঙ্গলবার কমপক্ষে ১৪-১৫ পাক-সেনাসহ এক জঙ্গিনেতা নিহত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী ১০৫ মিমি ফিল্ড আর্টিলারি বন্দুক, বিজয়ান্ত ট্যাঙ্ক এবং বোফোরের ৫২ কিলিবার বন্দুক স্থাপনের পাশাপাশি লাপুয়া ম্যাগনাম ও বেরেটা সহ নতুন স্নাইপার রাইফেল স্থাপন করছে।

ভারত জানায়, বালাকোট আক্রমণের পর, ৪৫০ টিরও বেশি সময় ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। মঙ্গলবার (২ এপ্রিল) আরেকটি যুদ্ধবিরতি লঙ্ঘনে, পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পুঞ্চ জেলায় বেসামরিক এলাকা আক্রমণ করে। তার জবাবে মঙ্গলবার হামলা চালায় ভারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে