বৃহস্পতিবার, ০৪ এপ্রিল, ২০১৯, ০৫:৫৪:৪৭

মক্কায় হোটেলে আগুন, ৭০০ ওমরাহ পালনকারী উদ্ধার

মক্কায় হোটেলে আগুন, ৭০০ ওমরাহ পালনকারী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র মক্কার কাছে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ওই হোটেলে বিভিন্ন দেশের ৭০০ ওমরাহ পালনকারী অবস্থান করছিলেন। পরে সৌদির ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে।

মঙ্গলবার পবিত্র মক্কার কাছে সৌদি হাইরাইজ হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হোটেলটির ১২ তলায় আগুন লাগে। সৌদি ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পরেই দ্রুত তাদের উদ্ধার করা হয়। ঘটনার পরেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এক টুইটে বলে, আগুন লাগার সময় ওই হোটেলে ওমরা পালন করেতে আসা ৭০০ জন ছিলেন। তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে কয়েকজন সামান্য আহত হয়েছেন।

সূত্র: খালিজ টাইমস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে