বৃহস্পতিবার, ০৪ এপ্রিল, ২০১৯, ০৭:৪৬:১৩

এবার রাখাইনে মুসলিমদের ওপর হেলিকপ্টার দিয়ে হামলা, নিহত ৫

এবার রাখাইনে মুসলিমদের ওপর হেলিকপ্টার দিয়ে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইনে রোহিঙ্গা অধুষ্যিত একটি গ্রামে হেলিকপ্টার হামলা চালিয়ে পাঁচ গ্রামবাসীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার দেশটির আইন প্রণেতা ও গ্রামবাসী এ খবর জানায়। 

তারা বলছে, কিছু রোহিঙ্গা মুসলিম বাঁশ সংগ্রহে তাদের ওপর হেলিকপ্টার হামলা চালানো হয়। এতে পাঁচজন নিহত ও ১৩ জন আহত হন। তবে সেনাবাহিনীর মুখপাত্র বিষয়টি অস্বীকার করেছেন। মেজর জেনারেল তুন তুন নই বলেছেন, সেনাবাহিনী সময় হলে ঘটনার বিষয়ে 'সত্যিকারের খবর' প্রকাশ করবে। 

মিয়ানমারের পশ্চিম রাখাইনে ২০১৭ সালে জাতিগত শুদ্ধি অভিযান শুরু হলে দেশটি থেকে পালিয়ে সাড়ে ৭ লাখ রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

জাতিসংঘ বলছে, দেশটির সেনাবাহিনী সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার অভিপ্রায়ে জাতিগত উৎখাত অভিযান চালায়। রোহিঙ্গা মুসলিম পরিবারের একটি গ্রামের কাছে বাটিহাইডুং শহরের উপত্যকায় এ ঘটনা ঘটেছে।

কিন তুাউং গ্রামের মুসলিম সম্প্রদায়ের নেতা জাকির আহমেদ রয়টার্সকে টেলিফোনে বলেন, বুধবার বিকাল ৪টার দিকে সেনাবাহিনী বিমান হামলা চালায়। এ ঘটনার পরে গ্রামের মানুষ বাইরে যেতে সাহস পাচ্ছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে