বৃহস্পতিবার, ০৪ এপ্রিল, ২০১৯, ০৯:৩০:১২

বিতর্কীয় জলসীমায় ঢুকে পড়েছে ২০০ চীনা জাহাজ

বিতর্কীয় জলসীমায় ঢুকে পড়েছে ২০০ চীনা জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের জলসীমায় চীনা জাহাজ অবৈধ বলেছে ম্যানিলা। তাদের দাবি ২০০ চীনা জাহাজ দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় অবস্থান করছে। এতে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন হচ্ছে বলে জানায় ফিলিপাইন।

বৃহস্পতিবার ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনা জাহাজ জলসীমার প্রবেশ করা হচ্ছে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন। ফিলিপাইনের দাবি, বিতর্কিত জলসীমায় চীনের দুই শতাধিক মাছ ধরা জাহাজ প্রবেশ করছে।

এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীনের সরকার কর্তৃক বিষয়টি প্রত্যাখ্যাত না হওয়া পর্যন্ত এ ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেন, ম্যানিলায় ২০১৬ সালের পর থেকে চীন বিলিয়ন ডলারের ঋণ ও বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। চীন তাদের শুধুমাত্র বন্ধু হতে চায়।

মঙ্গলবার রদ্রিগো দুতের্তে বলেন, আমাকে অস্ত্র ও গোলাবারুদ দেওয়া হয়েছিল এবং এখন পর্যন্ত তারা কিছু জিজ্ঞাসা করেনি, এটি কোন অঞ্চলের জন্য তা জিজ্ঞাসা করেনি।

তবে এ ঘটনায় ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীনের সঙ্গে এটি কূটনৈতিকভাবে মোকাবেলা করা হবে। ফিলিপাইনের সেনা সূত্রে বলা হয়, থিতু দ্বীপের কাছে এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২০০ বেশি আসা জাহাজকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে