শুক্রবার, ০৫ এপ্রিল, ২০১৯, ০৪:১০:৫৬

পাকিস্তানের এফ-১৬ বিমান ধ্বংসের ভারতীয় দাবি ভুয়া: যুক্তরাষ্ট্র

 পাকিস্তানের এফ-১৬ বিমান ধ্বংসের ভারতীয় দাবি ভুয়া: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ভারত দাবি করেছিল, পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে তারা ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করে ভূপাতিত করেছে। পাকিস্তান বরাবরই সে দাবি অস্বীকার করে আসছিল। এবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এক্ষেত্রে পাকিস্তানের দাবিই সঠিক। ভারতের দাবির ভুয়অ। আজ শুক্রবার এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়।

ভারত অধিকৃত কাশ্মিরের পুলওলামায় ১দ৪ ফেব্রুয়ারি এক আত্মঘাতি হামলায় আধা-সামরিক বাহিনীর ৪৪ সদস্য নিহত হয়। ভারত এর প্রেক্ষিতে ২৬ তারিখ বালাকোটে হামলা চালিয়েছিল। পরদিন পাকিস্তান ভারতে গিয়ে হামলা চালিয়ে আসে। সে সময় একটি এফ-১৬ বিধ্বস্ত করা হয়েছিল বলে দাবি করেছিল ভারতের সামরিক বাহিনী। পাকিস্তান তাদের সেই দাবি নাকচ করে দেয়। ওই ঘটনার ৩৭ দিনের মাথায় ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের কাছে থাকা সবকটি এফ-১৬ যুদ্ধবিমান অক্ষত আছে।

মার্কিন ওই রিপোর্টে বলা হচ্ছে, ফ্লিটে যতগুলো এফ-১৬ থাকার কথা ছিল সবকটিই আছে এবং অক্ষত আছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, পাকিস্তানের সবকটি এফ-১৬ একই জায়গায় রয়েছে।

ভারত দাবি করেছিল, আকাশসীমা লঙ্ঘন করে ভারতের মিলিটারি ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান বিমানবাহিনীর এফ-১৬। এমনকি যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়াই পাকিস্তান এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে দাবি করেছিল ভারত। তারা এ দাবির সপক্ষে কিছু প্রমাণও তুলে দিয়েছিল ওয়াশিংটনের নামে। এরপর এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকা দাবি করেছিল নয়াদিল্লি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে