শনিবার, ০৬ এপ্রিল, ২০১৯, ০২:৫০:২৭

পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে ৫ ভারতীয় সেনা নিহত

পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে ৫ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে (এলওসি) পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে ভারতীয় নিরাপত্তা বাহিনীর পাঁচ জওয়ান নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় নিরাপত্তা বাহিনীর অযাচিত গোলাবর্ষণে এক নারী ও শিশুসহ ছয় বেসামরিক নাগরিক আহত হওয়ার পর পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে তারা এই আক্রমণ চালায়।

পাকিস্তান বলছে, ভারতীয় সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল সংলগ্ন চিরকোট সেক্টরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে অযাচিত হামলা চালায়। আহত এক ব্যক্তি, চার শিশু ও একজন নারী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা ভারতের আন্তঃসীমান্ত গোলাবর্ষণের পর প্রতিরোধের অংশ হিসেবে সফলভাবে পাল্টা আক্রমণ চালিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ফাঁড়ি গুঁড়িয়ে দিয়েছে। তাদের এই হামলায় ভারতের পাঁচ সেনা নিহত ও অনেকে আহত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে