শনিবার, ০৬ এপ্রিল, ২০১৯, ০৪:২১:৪৮

আমি নরেন্দ্র মোদিকে ভালোবাসি : রাহুল গান্ধী

আমি নরেন্দ্র মোদিকে ভালোবাসি : রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : লোকসভার দামামা বাজতেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের তরজা লেগেই রয়েছে। কাঁদা ছোড়াছুড়িও নতুন কিছু নয়। এর মধ্যে রাহুল গান্ধীর নির্বাচনী কৌশল কিছু অন্যরকম। তিনি নরেন্দ্র মোদির নিতি নিয়ে সমালোচনা করছেন ঠিকই, কিন্তু দিনের শেষে জানিয়ে দিতে ভুলছেন না, বিরোধিতা শুধুই রাজনীতির ময়দানে। 

শুক্রবার নির্বাচনী প্রচারেই জানিয়ে দিলেন, মোদির জন্য তার কেবল ভালোবাসাই আছে, ঘৃণা নেই এতটুকু। তবে উল্টোদিকের মনোভাব যে সেরকম নয়, তাও জানেন তিনি।

‘আমি নরেন্দ্র মোদিকে ভালোবাসি, ওনার প্রতি আমার এতটুকু ঘৃণা নেই।’ মহারাষ্ট্রের পুনের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি। কিছু সংখ্যক শিক্ষার্থী সেখানে ‘মোদি, মোদি’ বলে চিৎকার করতে শুরু করায় এমনটাই বললেন রাহুল। 

রাহুল বললেন, “আমার কোনও অসুবিধে নেই এতে। ওনার প্রতি আমার এতটুকু ঘৃণা নেই। তবে মোদির আমার ওপর খুব রাগ”। গত বছর সংসদে ভাষণ দেওয়ার পর সবাইকে অবাক করে দিয়ে মোদিকে জড়িয়ে ধরেছিলেন রাহুল, সেদিনও একই কথা বলেছিলেন, মোদির প্রতি ব্যক্তিগত কোনও রাগ নেই তার। 

তবে রাজনৈতিক স্তরে যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তা স্পষ্ট শুক্রবারের সভাতেও। মোদির রাজনীতিকে সরাসরি আক্রমণ করে তিনি বললেন, “আমি মানুষের প্রশ্নের জবাব দিতে এখানে এসেছি। প্রধানমন্ত্রী কেন ধরনের অনুষ্ঠানে সবার সামনে আসেন না?”

রাহুল বলেন, “মানুষ আমায় প্রশ্ন করবে। আমায় অস্বস্তিতেও পড়তে হবে। কিছু প্রশ্ন আমার ভাল লাগবে, কিছু ভাল লাগবে না। কিন্তু সবের উত্তর দেব বলেই আমি এখানে এসেছি। বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি ফিরে যাওয়ার পরেও ভাবব।” এক ঘণ্টার প্রশ্নোত্তর পর্বে পুলওয়ামা হামলা থেকে ন্যায় প্রকল্প, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সম্পর্ক সব কিছু নিয়েই কথা বলতে শোনা গেল রাহুলকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে