রবিবার, ০৭ এপ্রিল, ২০১৯, ০২:৪০:০৩

মার্কিন সেনাবাহিনীকে আইএসের সঙ্গে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে ইরান!

মার্কিন সেনাবাহিনীকে আইএসের সঙ্গে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক:ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রের আখ্যা দেয়ার আভাসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকেও সন্ত্রাসী তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে ইরান।

দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান হাশমতুল্লাহ ফালাহতপিশেহ এ ঘোষণা দিয়ে বলেন, ‘রিভ্যলুশনারি গার্ডসকে যদি আমেরিকা সন্ত্রাসী তালিকাভুক্ত করে, আমরাও দেশটির সেনাবাহিনীকে ইসলামিক স্টেটের (আইএস) পর সন্ত্রাসী কালো তালিকাভুক্ত করব।’

এর আগে মার্কিন তিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সোমবারের মধ্যে ইরানের ওই এলিট ফোর্সকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

এ খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে এমন প্রতিক্রিয়া জানালেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়, তাহলে তেহরানও পাল্টা পদক্ষেপ নেবে।

ওয়াশিংটন এই প্রথম অন্য কোনো দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।তবে যুক্তরাষ্ট্র এমন কোনো ঘোষণা দিলে কঠোর জবাব দেয়ার হুমকি দিয়েছে ইরান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে