রবিবার, ০৭ এপ্রিল, ২০১৯, ০৫:১৬:৩৭

‘মোদি পারিবারিক মূল্যবোধের কি বোঝেন, তার তো পরিবারই নেই !’

‘মোদি পারিবারিক মূল্যবোধের কি বোঝেন, তার তো পরিবারই নেই !’

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৯ সালের লোকসভা নির্বাচন হবে ভারতে ক্ষমতাসীন দল বিজেপির জন্য ‘ডুমসডে’ বা মহাবিপর্যয়ের কাল। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনার জবাব দিতে গিয়ে এ কথা বলেছেন দলটির নেতা শারদ পাওয়ার।

নরেন্দ্র মোদি ১লা এপ্রিল ওয়ারধা’তে নির্বাচনী জনসভায় অভিযোগ তুলেছেন, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতৃত্ব হারাচ্ছেন শারদ পাওয়ার। এর কারণ তার পারিবারিক বিরোধ। তার ভাতিজা অজিত পাওয়ার তার কাছ থেকে দলের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছেন। 

মোদির এমন বক্তব্যের জবাবে শারদ পাওয়ার বলেছেন, মোদি পারিবারিক মূল্যবোধের কি বোঝেন। তার তো পরিবারই নেই, থাকলেও তিনি জানেন না তারা এখন কোথায়। এ খবর দিয়েছে অনলাইন ডেকান ক্রনিকল।

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শারদ পাওয়ার। তিনি শনিবার স্বীকার করেন, বিজেপি লোকসভা নির্বাচনে একক বৃহৎ দল হিসেবে আবির্ভূত হতে পারে। কিন্তু তারা সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এর ফলে নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের ক্ষমতা নিশ্চিত হবে না।

শারদ পাওয়ার এনডিটিভিকে বলেন, যদি বিজেপি ক্লিয়ার-কাট সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে আমি নিশ্চিত, তারা নিজেরা সরকার গঠন করতে সক্ষম হবে না। এমন অবস্থায় অন্য কেউ অন্যদের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হতে পারে। এমন সম্ভাব্যতা আছে। তারপরও অন্য দল যদি বিজেপিকে সমর্থন করেও তাহলে তারা নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে অন্য কাউকে প্রধানমন্ত্রী চাইবে। 

শারদ পাওয়ার বলেন, সারাদেশ প্রত্যক্ষ করছে জনমত কিভাবে বিজেপির বিরুদ্ধে গেছে। ভারতের গ্রামীণ সমাজতো মোদিকে হারানোর দিকে ঝুঁকে পড়েছে। তারা মোদি সরকারের বিরুদ্ধে। তারা অসন্তুষ্ট এ সরকারকে নিয়ে। 

এনসিপির এই বর্ষীয়ান নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পারিবারিক বিরোধ নিয়ে মন্তব্য করার কারণে প্রচণ্ড কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এমন মন্তব্য এমন একজন ব্যক্তি করেছেন যার কোনো পারিবারিক অভিজ্ঞতাই নেই। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে