সোমবার, ০৮ এপ্রিল, ২০১৯, ০৯:১৮:৫৬

মিস্ত্রীর মেয়ে সুবিয়া পারভীন পেল যুক্তরাষ্ট্রের নামী স্কলারশিপ

মিস্ত্রীর মেয়ে সুবিয়া পারভীন পেল যুক্তরাষ্ট্রের নামী স্কলারশিপ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির জামিয়া স্কুলের শিক্ষার্থী সুবিয়া পারভীন। তার বাবা পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রী। কিন্তু সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে সুবিয়া পেয়েছেন ২৮ হাজার ডলারের যুক্তরাষ্ট্রের এক নামী স্কলারশিপ। তার এমন অর্জন নিয়ে স্থানীয়ভাবে যেন উৎসবের জোয়ার এসেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দিল্লির জামিয়া সিনিয়র মাধ্যমিক স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সুবিয়া পারভীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে পরিচালিত ‘কেনেডি-লুগার ইয়ুথ একচেঞ্জ অ্যান্ড স্টাডি’ (ওয়াইইএস) স্কলারশিপের জন্য মনোনীত হয়েছে সুবিয়া।

প্রতিবেদনে জানানো হয়েছে, দশ মাস মেয়াদী ওই স্কলারশিপের আওতায় শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সুবিয়াকে ২৮ হাজার মার্কিন ডলার দেয়া হবে। আর এই প্রোগ্রামের মেয়াদ চলতি বছরের আগস্টে শুরু হয়ে শেষ হবে ২০২০ সালের জুনে।

সুবিয়ার বাবার নাম কলিম উদ্দিন আহমেদ। তিনি দিল্লির জামিয়া এলাকায় বৈদ্যুতিক মিস্ত্রীর কাজ করেন। সুবিয়া ছোট থেকেই জামিয়া স্কুলে পড়ছে। মেধাবী শিক্ষার্থী হিসেবে তার খুব নাম আছে স্কুলে। চলতি বছরে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসবে সে।

তার শিক্ষকরা জানালেন, বোর্ড পরিক্ষায় নিশ্চিতভাবেই মেধা তালিকার শীর্ষে থাকবে তার নাম। তা ছাড়া শুধু ভালো ছাত্রী নয় স্কুলে কিংবা স্কুলের বাইরে বিভিন্ন শিক্ষা ও সহশিক্ষা প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ কিছু পুরস্কারও অর্জন করেছে সুবিয়া। সে ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে