মঙ্গলবার, ০৯ এপ্রিল, ২০১৯, ০১:৩০:১৩

বেঁচে থাকলে মোদি বাবুর কড়ায় গণ্ডায় হিসেব নিব: মমতা

বেঁচে থাকলে মোদি বাবুর কড়ায় গণ্ডায় হিসেব নিব: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘বেঁচে যদি থাকি, মোদি বাবু, ইঞ্চিতে ইঞ্চিতে কড়ায় গণ্ডায় হিসেব নিয়ে ছাড়ব। যত চুরি করেছ, যত ডাকাতি করেছ, যত খুন করেছ, তার ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে। ৫৬ ইঞ্চি আর দেখিও না।’

সোমবার ভারতের কোচবিহারের রাসমেলার মাঠে একটি জনসভায় তিনি এসব কথা বলেন।

মমতা বলেন, ‘সুশাসন নিয়ে আসবেন বলছেন কিন্তু আপনিই তো দুঃশাসন। বিজেপিতে দুইজন রয়েছেন দুর্যোধন ও দুঃশাসন। আপনি আর আপনার দলের সভাপতি (অমিত শাহ)।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে