মঙ্গলবার, ০৯ এপ্রিল, ২০১৯, ০১:৫১:২৯

ইসরাইল আর যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তুরস্ক কঠোরভাবে ফিলিস্তিনিদের পাশে থাকবে: এরদোগান

 ইসরাইল আর যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তুরস্ক কঠোরভাবে ফিলিস্তিনিদের পাশে থাকবে: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, পশ্চিম তীর ফিলিস্তিনিদের জন্য, তুরস্ক ফিলিস্তিনিদের পাশে থাকবে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যের পাল্টা জবাব হিসেবে সোমবার রাশিয়া সফরের আগে এসব কথা বলেন এরদোগান। এর আগে নেতানিয়াহু বলেন, মঙ্গলবার ইসরাইলের নির্বাচনে বিজয়ী হলে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন করা হবে। খবর ইয়েনি শাফাকের।  খবর আনাদোলু এজেন্সি

মস্কো সফরের আগে দেয়া এক ভাষণে এরদোগান বলেন, ইসরাইল আর যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তুরস্ক কঠোরভাবে ফিলিস্তিনিদের পাশে থাকবে। এরদোগান বলেন, রাশিয়ার সঙ্গে তুরস্ক চলমান সহযোগিতা বৃদ্ধি করবে। এ সময় তুরস্ক ভ্রমণে ভিসামুক্ত করা বিষয়সূচিতে অর্ন্তভূক্ত রয়েছে বলে এরদোগান জানান।

তুরস্ক-রাশিয়া বাৎসরিক সাংস্কৃতিক উৎসবে এরদোগান ও পুতিন সোমবার মিলিত হন। ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত এরদোগান ও পুতিনের এটি তৃতীয় সাক্ষাৎ। দুই দেশের মধ্যে অষ্টম উচ্চ পর্যায়ের সহযোগিতা কাউন্সিলের বৈঠকেও অংশ নেবেন এরদোগান। এ বৈঠক ২০১০ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে