মঙ্গলবার, ০৯ এপ্রিল, ২০১৯, ০৭:১৪:০৯

ইরানের ইসলামী বিপ্লবী সেনাকে সন্ত্রাসী ঘোষণার পর যা বললো সৌদি আরব

ইরানের ইসলামী বিপ্লবী সেনাকে সন্ত্রাসী ঘোষণার পর যা বললো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের আইআরজিসিকে (ইসলামী বিপ্লবী বাহিনী) যুক্তরাষ্ট্র কর্তৃক বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়াকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির প্রভাবশালী গণমাধ্যম আল আরাবিয়াহ এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এতে বলা হয়, এ উদ্যোগটি সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টায় একটি বাস্তব এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সৌদি আরব ইরানের আইআরজিসি সম্পর্কে এত দিন যে আশঙ্কার কথা বলছিল,এ  সিদ্ধান্ত সেটিকেই প্রতিষ্ঠিত করল। আইআরজিসি একটি সন্ত্রাসী সংগঠন, এ ব্যাপারে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে আগে থেকেই বলে আসছিল।

ইসলামি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করতে বিশ্বের অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানিয়ে ইরানের চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি আরব জানায়, বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অন্যান্য দেশগুলোরও যুক্তরাষ্ট্রের মতো এমন সিদ্ধান্ত নেয়া উচিত

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে