আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীকে যুক্তরাষ্ট্র কর্তৃক বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দেওয়াকে বর্জন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
তিনি আইআরজিসির প্রশংসা করে বলেন, এই বাহিনী দেশি ও বিদেশি শত্রুদের মুখোমুখি অবস্থানে ছিল। এ সময় তিনি ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া হিসাবে বলেন, যুক্তরাষ্ট্র আমাদের অগ্রগতি থামাতে ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির রাষ্ট্রীয় টিভিতে এসব কথা বলেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেন।
আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরানের বিপ্লবী বাহিনী ১৯৭৯ সাল থেকে দেশি ও বিদেশি শত্রুদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সবসময় দেশকে রক্ষা করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের অগ্রগতি বন্ধ করতে ব্যর্থ হয়েছে।
এদিকে, ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীকে যুক্তরাষ্ট্র কর্তৃক বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়াকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির প্রভাবশালী গণমাধ্যম আল আরাবিয়াহ এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এতে বলা হয়, এ উদ্যোগটি সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টায় একটি বাস্তব এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সৌদি আরব ইরানের আইআরজিসি সম্পর্কে এত দিন যে আশঙ্কার কথা বলছিল, এ সিদ্ধান্ত সেটিকেই প্রতিষ্ঠিত করল। আইআরজিসি একটি সন্ত্রাসী সংগঠন, এ ব্যাপারে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে আগে থেকেই বলে আসছিল।