আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা ভোটের দু’দিন আগে ছত্তীসগঢ়ে বড়সড় হামলা চালালো মাওবাদীরা। দন্তেওয়াড়ায় মাওবাদীদের এই হামলায় মৃত্যু হয়েছে বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভির। এ ছাড়া তার এবং কনভয়ের নিরাপত্তায় থাকা আরও চার নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর। হামলার পর থেকেই চলছে গুলির লড়াই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দন্তেওয়াড়ায় ভোটপ্রচারে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি। সেই সময়ই কুয়াকোন্টা ও সিয়ামগিরির মাঝে কনভয়ে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।
পুলিশ-প্রশাসন সূত্রে খবর, হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি নিহত হয়েছেন। তার প্রচার কনভয়ের সঙ্গে থাকা চার নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলের ছবি দেখে বিশেষজ্ঞদের অনুমান, আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে।
ছত্তীসগঢ়ের ডিআইজি (অ্যান্টি নকশাল অপারেশনস) পি সুন্দর রাজ সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন, ‘মাওবাদী হামলায় বিধায়ক ভীমা মাণ্ডভির মৃত্যু হয়েছে।’
সারা দেশের সঙ্গে ১১ এপ্রিল বৃহস্পতিবার ছত্তীসগঢ়েও প্রথম দফায় ভোটগ্রহণ রয়েছে। প্রথম দফায় মাওবাদী অধ্যুষিত একমাত্র বস্তার আসনেই ভোটগ্রহণ হবে।