বুধবার, ১০ এপ্রিল, ২০১৯, ০২:০১:৩২

বাঁশ সংগ্রহ করার সময় হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা

বাঁশ সংগ্রহ করার সময় হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে এক অভিযান চালিয়েছে। এ অভিযানে প্রায় ৩০ জন রোহিঙ্গা বেসামরিক লোক নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসর প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে এঘটনা ঘটেছে। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, গত বৃহস্পতিবার রোহিঙ্গা মুসলিমদের একটি দল বাঁশ সংগ্রহ করার সময় হেলিকপ্টার থেকে গুলি করে তাদের হত্যা করা হয়।

এ বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর দাবি, হেলিকপ্টার আক্রমণে নিহতরা ওই অঞ্চলের সশস্ত্র বিদ্রোহীদের সহায়তা দিচ্ছিল। কিন্তু জাতিসংঘের মুখপাত্র এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এর আগে পাওয়া খবরে ওই ঘটনায় সাত জন নিহত হয়েছে বলে জানানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে