বুধবার, ১০ এপ্রিল, ২০১৯, ০৪:২৪:৪৭

মাঝ আকাশে রাস্তা হারাল মমতার হেলিকপ্টার!

মাঝ আকাশে রাস্তা হারাল মমতার হেলিকপ্টার!

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার বিভ্রাটে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার(১০ মার্চ) এক নির্বাচনী প্রচার সভা থেকে অন্য সভায় যাওয়ার মাঝে রাস্তা হারাল তার হেলিকপ্টার।

এদিন চোপড়ার সভার দিকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। সূত্রের খবর মাঝপথে রাস্তা ভুলে হেলিকপ্টারটি বিহারে ঢুকে পড়ে।

যে রাস্তা ২২ মিনিটে যাওয়ার কথা ছিল, সেটা যেতে সময় লাগে ৫৫ মিনিট। কি কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখনও জানা যায়নি। পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল, বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। এদিনই হবে প্রথম দফার ভোট। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে