আন্তর্জাতিক ডেস্ক: আজ ১০ এপ্রিল বুধবার সন্ধ্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৫৭ তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণে বাঁচতে আকাশচুম্বী এ ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছে অন্তত ৩ জন।
আজ বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সেন্টারা গ্র্যান্ড হোটেল ও সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিংয়ের ওই ভবনে এই আগুন ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আগুন লাগতেই ওই ভবনের আশপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচতে তিনজন লাফিয়ে পড়ে প্রাণ হারায়।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে ছুটে গেছে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা।