বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯, ১২:২৬:০২

প্রেমিকের বিয়ের আসরে কনে সেজে মঞ্চে সাবেক প্রেমিকা!

প্রেমিকের বিয়ের আসরে কনে সেজে মঞ্চে সাবেক প্রেমিকা!

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক প্রেমিকের বিয়েতে কনে সেজে পৌঁছে গেলেন সাবেক প্রেমিকা। বিয়ের অনুষ্ঠান শেষে পাশ্চাত্য প্রথা মেনে যখন স্বামী-স্ত্রীকে প্রথমবার চুম্বন করতে যাচ্ছেন তখনই দর্শকাসন থেকে মঞ্চে উঠে বরের হাত টেনে ধরেন তিনি। 

পাত্র বারবার তার হাত ছাড়িয়ে দিলেও দমবার পাত্রী নন চীনের ওই নারী। অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে নববধূ মঞ্চ ছাড়েন। মঞ্চ ছাড়েন পাত্রও। শেষ চেষ্টাও ব্যর্থ হওয়ায় মুখে হাত চাপা দিয়ে কাঁদতে থাকেন সাবেক প্রেমিকা।

বিয়ের আসরের এই নাটকীয় মুহূর্ত ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু সাধারণ মানুষ এই ঘটনায় বরের পাশেই দাঁড়িয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে