আন্তর্জাতিক ডেস্ক : বিস্ফোরক অভিযোগ উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বিজেপি প্রার্থীর৷ মুসলিম মহিলারা ভোট দিতে গিয়েছেন৷ তাদের লক্ষ্য করেই তির্যক আক্রমণ তার৷ কি বলেছেন তিনি?
মুজফফরনগরের বিজেপি প্রার্থী সঞ্জীব বালানের মন্তব্য যে সব মুসলিম মহিলারা বোরখা পরে ভোট দিতে আসছেন, কেন্দ্রীয় বাহিনী তাদের সঠিক ভাবে তল্লাশি করতে পারছে না৷ তাই অবাধে ছাপ্পা ভোট দিয়ে যাচ্ছে তারা৷
তার আরও দাবি কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশন যদি এই বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে পুনর্নির্বাচনের দাবি করবেন তিনি৷ বিজেপি প্রার্থী সঞ্জীবের এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে৷ এদিকে বুধবারই এই নেতার একটি বিতর্কিত ভিডিও প্রকাশ করে রাষ্ট্রীয় লোক দল৷
সেখানে সঞ্জীবকে ভোটারদের হুমকি দিতে শোনা গিয়েছে৷ জনসভায় নিজের বক্তব্যে বারবার দলের কর্মীদের দিয়ে কোথায় ভোট দিতে হবে তা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বলে অভিযোগ৷ বিরোধীদের অভিযোগ ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করছেন সঞ্জীব৷
ইতিমধ্যেই আরএলডির (রাষ্ট্রীয় লোক দল) প্রধান অজিত সিং সঞ্জীব বালানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ আরএলডির পক্ষ থেকেই এই ভিডিওটি প্রকাশ করা হয়৷ কমিশনের কাছে জমা দেওয়া ওই অভিযোগ পত্রের সঙ্গে ভিডিওটিও পাঠানো হয়েছে বলে খবর৷
ভিডিওটিতে সঞ্জীব বালানকে বলতে শোনা গিয়েছে, সঞ্জীব বালান মুজফফরনগরের ছিল, আছে, থাকবে৷ বিরোধীদের সব কাজের যোগ্য জবাব দেব৷ আরএলডির সহ সভাপতি জয়ন্ত চৌধুরি জানান, নির্বাচন কমিশনের কাছে গিয়েছি এই হুমকি ভিডিও নিয়ে৷ তারা যথাযোগ্য ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন৷
উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য নির্বাচনী কর্মকর্তা ব্রক্ষ্মরাম দেব তিওয়ারি বলেন, আরএলডির অভিযোগ তারা পেয়েছেন৷ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷