শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯, ০৩:০৯:০৩

'মার্কিন ও ন্যাটো বলয় থেকে সরে যাচ্ছে তুরস্ক'

'মার্কিন ও ন্যাটো বলয় থেকে সরে যাচ্ছে তুরস্ক'

আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটো জোট ও প্রথাগত মার্কিন বলয় থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তুরস্ক। আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাটাক দি সিস্টেম ডট কমের সম্পাদক কিথ পিটারসন ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।

তিনি বলেন, মার্কিন বলয় থেকে তুরস্ক রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে। মার্কিন এ বিশ্লেষক আরো বলেন, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসেছেন তখন থেকেই তুরস্কের সঙ্গে আমেরিকার টানাপড়েন শুরু হয়েছে। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার অন্যতম হলো রাশিয়া থেকে তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত।  

পিটারসন বলেন, রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ক ও আমেরিকার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। দ্বিতীয় যে কারণ তা হলো- তুরস্কের নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে। এ গোষ্ঠীকে ওয়াশিংটন সমর্থন দিচ্ছে অন্যদিকে তুরস্ক তাদের সন্ত্রাসী হিসেবে গণ্য করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে