সোমবার, ২২ এপ্রিল, ২০১৯, ১১:৩৫:২৩

হামলাকারী সবাই শ্রীলঙ্কান: রনিল বিক্রমাসিংহে

হামলাকারী সবাই শ্রীলঙ্কান: রনিল বিক্রমাসিংহে

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় যারা ভয়াবহ সিরিজ বোমা হামলা চালিয়েছে তারা সবাই শ্রীলঙ্কান বলে জানিছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

তিনি বলেছেন, এখন পর্যন্ত ৮ সন্দেভাজনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত তাদের যে পরিচয় পাওয়া গেছে তাতে তারা শ্রীলঙ্কার নাগরিক বলে জানা যাচ্ছে।

তবে তিনি বলেছেন, তাদের সঙ্গে বিদেশের কারও যোগাযোগ রয়েছে কি না, সে বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, উল্লেখ্য, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের কয়েকটি গির্জা ও পাঁচ তাঁরা হোটেলে দফায় দফায় বোমা হামলার ঘটনায় ৩৫ বিদেশি পর্যটকসহ অন্তত ২০৭ জন নিহত ও আরও কমপক্ষে ৪৫০ জন আহত হয়েছেন।

রবিবার সকালে ইস্টার সানডে উদযাপনের সময় এই সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে।
সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে