শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯, ১১:৩২:৪৫

পাথরকুচি মেশানো রসগোল্লা পাঠাবো, কামড় দিলেই মোদির দাঁত ভাঙবে : মমতা

পাথরকুচি মেশানো রসগোল্লা পাঠাবো, কামড় দিলেই মোদির দাঁত ভাঙবে : মমতা

আন্তর্জাতিক ডেস্ক : উপহার বিতর্কে ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন মমতা ব্যানার্জী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকে রসগোল্লা পাঠান বলে সম্প্রতি একটি সাক্ষাত্কারে জানান মোদি। 

এ দিন পশ্চিমবঙ্গের আসানসোলে নির্বাচনী প্রচারে গিয়ে ফের একবার তা নিয়ে মুখ খোলেন মমতা। জানিয়ে দেন, রসগোল্লা তিনি পাঠাবেন। তবে ছানায় তৈরি তুলতুলে নরম নয়, বরং কাদা ও পাথরকুচি মেশানো রসগোল্লা, যা খেলে দাঁত ভেঙে যাবে মোদীর।

এ দিন মমতা বলেন, বাংলা থেকে রসগোল্লা পাঠাব আমি। তবে সেই রসগোল্লা হবে মাটির তৈরি। তাতে কাঁকর মেশানো থাকবে। লাড্ডুতে যেমন কাজুবাদাম মেশানো থাকে, ঠিক তেমন। তাতে কামড় দিলেই দাঁত ভেঙে যাবে।

বিরোধীদের সঙ্গে ব্যক্তিগত ভাবে তার কোনও বিরোধ নেই বলে সম্প্রতি অভিনেতা অক্ষয়কুমারকে দেওয়া ‘অরাজনৈতিক সাক্ষাত্কারে’ দাবি করেন নরেন্দ্র মোদি। প্রমাণস্বরূপ মমতার কথা টেনে বলেন, মমতা তাকে রসগোল্লা পাঠিয়েছেন। নিজে পছন্দ করে বছরে দু’-একটা কুর্তাও পাঠান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে