বুধবার, ০৮ মে, ২০১৯, ০১:১১:৪১

রোজা রাখায় চীনা মুসলিমদের ওপর দমনপীড়ন

রোজা রাখায় চীনা মুসলিমদের ওপর দমনপীড়ন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মুসলিমরা যখন পবিত্র রমজান পালন করছে। তখন চীনের মুসলিম সংখ্যালঘুরা রোজা রাখা এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করায় তাদের ওপর ফের দমনপীড়ন চালানো হচ্ছে। চীনের মুসলিম প্রধান পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে প্রথম রোজা থেকেই এই দমনপীড়ন চালানো হচ্ছে। চীনা প্রশাসন মুসলিমদের ধর্মীয় কার্যক্রম বন্ধ করতে তাদের বাড়িতে-বাড়িতে অভিযান চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যাক্টিভিস্টদের বরাত দিয়ে মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ সব কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম এবিসি।এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক রিপোর্টে বলা হয়, রোজা রাখার পাশাপাশি দাড়ি রাখা, মাথায় কাপড় দেয়া, নিয়মিত নামাজ আদায় এবং অ্যালকোহল এড়িয়ে চলাসহ ধর্মীয় বিষয়গুলোকে চীনের কর্তৃপক্ষ চরমপন্থা বলে মনে করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে