বুধবার, ১৫ মে, ২০১৯, ০৭:৪৯:১৯

যুক্তরাষ্ট্রের অবস্থানের বিপরীতে কথা বলছে ব্রিটেন

যুক্তরাষ্ট্রের অবস্থানের বিপরীতে কথা বলছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ায় ইরানের পক্ষ থেকে ‘বাড়ন্ত হুম’ নেই বলে মন্তব্য করেছেন কথিত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের পর্যবেক্ষকের দায়িত্ব পালনকারী ব্রিটিশ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ক্রিস গিকা। 

ইরানের কথিত হুমকি মোকাবেলায় পারস্য উপসাগরে যখন যুক্তরাষ্ট্র সেনা সমাবেশ ঘটাচ্ছে তখন তিনি এই মন্তব্য করলেন। জেনারেল ক্রিস গিকার এ মন্তব্য সরাসরি যুক্তরাষ্ট্রের অবস্থানের বিপরীত।

মঙ্গলবার মার্কিন সেনা সদর দফতর পেন্টাগনে এক সংবাদ ব্রিফিংয়ে জেনারেল গিকা বলেন, ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত যে সেনা রয়েছে তাদের পক্ষ থেকে বাড়ন্ত কোনো হুমকি নেই। 

তিনি সাংবাদিকদের বলেন, জোটের পক্ষ থেকে ইরান সমর্থিত শক্তির গতিবিধি পর্যবেক্ষণ করা হয়েছে। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার সম্প্রতিক উত্তেজনার পরও ইরান সমর্থিত শক্তির আচরণে কোনো পরিবর্তন আসেনি এবং আশা করা যায় এটি অব্যাহত থাকবে। আমরা সেখানে কোনো বাড়ন্ত হুমকি দেখছি না।

ব্রিটিশ জেনারেলের মন্তব্য সম্পর্কে মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টকমের প্রধান মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেন, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত শক্তিগুলো নিয়ে ব্রিটিশ সেনা কর্মকর্তার মন্তব্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যায়। ইরাক ও সিরিয়াসহ এ অঞ্চলে ইরানি হুমকি বেড়ে চলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে