রবিবার, ১৯ মে, ২০১৯, ০১:৩৫:২৩

ইরানকে দমাতে আমেরিকার পক্ষে সমর্থন দিয়েছে সৌদিসহ উপসাগরীয় দেশগুলো!

ইরানকে দমাতে আমেরিকার পক্ষে সমর্থন দিয়েছে সৌদিসহ উপসাগরীয় দেশগুলো!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার চলমান উত্তাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এদিকে, ইরানের হামলা থেকে বাঁচতে মার্কিন সেনা পুনরায় মোতায়েনের ব্যাপারে সমর্থন দিয়েছে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো। 

শনিবার সৌদি আরবের দৈনিক আল আওসাত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে ওই প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সেনা পুনরায় মোতায়েন করা হচ্ছে। 

কেবল ইরানের হামলা ঠেকানোর জন্য এবং পরিস্থিতি যেন বেগতিক না হয়, সেটা সামাল দিতেই মার্কিন সেনা মোতায়েন করা হবে। কারণ ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইছে না যুক্তরাষ্ট্র। 

এদিকে, ইরান জানিয়েছে, সহজেই পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজকে হামলার লক্ষ্যবস্তু বানাতে পারবে ইরান। শুক্রবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর পার্লামেন্ট সম্পর্ক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ সালেহ জোকার এ কথা বলেছেন।

সালেহ আরও বলেছেন, ‘এমনকি আমাদের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সহজেই পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজে হামলা করতে পারবে। আমেরিকা নতুন যুদ্ধের ব্যয় বহন করতে পারবে না এবং দেশটি মানবশক্তি ও সামাজিক পরিস্থিতির দিক থেকে বাজে অবস্থায় রয়েছে।’

উল্লেখ্য, গত সপ্তাহে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে সৌদি ট্যাংকারে গুপ্ত হামলার জের ধরে বাগদাদ থেকে গত সপ্তাহে কিছু কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে