সোমবার, ২৭ মে, ২০১৯, ১০:৩৬:০৯

ঈদ উপলক্ষে এবারও তুরষ্কে তিন দিন সব ধরনের পরিবহন ফ্রি

ঈদ উপলক্ষে এবারও তুরষ্কে তিন দিন সব ধরনের পরিবহন ফ্রি

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের পরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা করা হয়েছে। প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে তুরস্কে সব ধরনের পরিবহন বিশেষ করে বাস মেট্রোরেল এবং লঞ্চ এর ভাড়া ফ্রি করে দেওয়া হয়। ডেইলি সাবাহ

তুরস্ক সরকার তাদের দেশের জনসাধারণের ঈদকে উপভোগ করে তোলার জন্য প্রতিবছর ফ্রি ভাড়া ঘোষণা করা হয়। উক্ত ঘোষণার আওতায় শুধুমাত্র তুরস্কের নাগরিক না তুরস্কে বসবাসরত সকল দেশের নাগরিক এই সুবিধা ভোগ করে থাকেন।

এছাড়াও প্রতিবছর আধুনিক তুরস্কের স্থপতি কামাল আতাতুর্ক দিবস উপলক্ষে ৫০% ভাড়া নেওয়া হয়। এবছর কামাল আতাতুর্ক দিবস উপলক্ষে রবিবার পুরো ভাড়াই ফ্রী করে দেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে