সোমবার, ২৭ মে, ২০১৯, ০১:১৮:৫১

ইসলামের হতাশাজনক অবস্থার জন্য দায়ী মুসলমানরাই : এরদোগান

ইসলামের হতাশাজনক অবস্থার জন্য দায়ী মুসলমানরাই : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতার লোভে নিজেদের দেশের স্বার্থকে জলাঞ্জলি দানকারী একনায়কদের সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, মুসলিম বিশ্বের জন্য আজ বড় প্রয়োজন শান্তি, প্রশান্তি, স্থিতি অবস্থার। এ জন্য উন্মুখ হয়ে রয়েছে মুসলিম জাহান।

রাজধানী আঙ্কারায় বৃহস্পতিবার এক ইফতার মাহফিলে এরদোগান বলেন, ‘সিরিয়ার মতোই স্বৈরাচারী শাসকরা তাদের ক্ষমতা রক্ষা করার জন্য কোনো নিয়ম ও নৈতিকতার ধার ধরে না, এরা নিজেদের দেশকে ধ্বংসস্তুপে পরিণত করতে পারেন। অথচ মুসলিমরা আজ বিশ্ব শান্তি, প্রশান্তি, স্থির অবস্থার জন্য উন্মুখ হয়ে রয়েছে।’

২০১১ সালে বাশার সরকার গণতন্ত্রকামী প্রতিবাদকারীদের বিক্ষোভের মুখে পড়ার পর এক ধ্বংসাত্মক গৃহযুদ্ধে স্থবির হয়ে গেছে প্রাচীন সভ্যতার দেশ সিরিয়া। এ যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখেরও বেশি লোক বিতাড়িত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা।

এরদোগান জোর দিয়ে বলেন, ইসলামী বিশ্বের হতাশাজনক অবস্থার জন্য যারা দায়ী তাদের প্রথম দলটি হলো মুসলমানরাই।-ইয়ানি সাফাক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে