সোমবার, ২৭ মে, ২০১৯, ০৮:৩৮:০১

একদিনে ১ হাজার অভুক্তের মুখে অন্ন তুলে দিয়ে রেকর্ড করলেন এই যুবক

একদিনে ১ হাজার অভুক্তের মুখে অন্ন তুলে দিয়ে রেকর্ড করলেন এই যুবক

আন্তর্জাতিক ডেস্ক: আর্তের পাশে দাঁড়ানোই তাঁর জীবনের লক্ষ্য। আর্তের সেবায় তাই বিভিন্ন সময়ে নানা কাজ করে থাকেন হায়দরাবাদের এই মানুষটি। এই কাজের জন্যেই তিনি প্রতিষ্ঠা করেছেন স্বেচ্ছা সেবী সংস্থা ‘Serve Needy’। আর্তের সেবা করেই আজ ইউনিভার্সাল বুক অফ রেকর্ডস-এ নাম তুলেছেন গৌতম কুমার। 

রবিবার শহরের তিনটি এলাকায় ১ হাজারের বেশি মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন গৌতম কুমার। গান্ধী হাসপাতাল দিয়ে শুরু করে রাজেন্দ্র নগর এবং সব শেষে চৌতুপালের আম্মা নান্না অনাথ আশ্রমের বাচ্চাদের খাবার খাওয়ান তিনি। এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে তাঁর হাতে পুরস্কার তুলে দেন ইউনিভার্সাল বুক অফ রেকর্ডস-এর প্রতিনিধি কে ভি রামানা রাও এবং তেলেঙ্গানা সরকারের প্রতিনিধি টি এম শ্রীলতা। 

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে গৌতম কুমার জানিয়েছেন, ‘২০১৪ সালে আমি সার্ভ নিডি সংস্থা শুরু করি। এখন আমাদের প্রায় ১৪০ জন স্বেচ্ছাসেবী রয়েছেন। ২০১৪ থেকেই সমাজের দুস্থ মানুষদের জন্যে কাজ করছি আমরা। কিন্তু আজ একা হাতে আমি এক হাজার মানুষকে খাইয়েছি। তাই এই বিশ্ব রেকর্ড।’ সূত্র: এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে