মঙ্গলবার, ২৮ মে, ২০১৯, ০৪:৪৮:০৪

মাকে সুস্থ করতে ভিক্ষা করছে ৬ বছরের শিশু!

মাকে সুস্থ করতে ভিক্ষা করছে ৬ বছরের শিশু!

আন্তর্জাতিক ডেস্ক: হাসপাতালে অসুস্থ মায়ের বিছানার পাশে খাবার আর পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে ভাগ্যশ্রী। বাবা ছেড়ে চলে যাওয়ার পর অসুস্থ মাকে সুস্থ করতে গত এক সপ্তাহ ধরে হাসপাতালের আশেপাশে ভিক্ষা করছে ৬ বছরের শিশুটি।

ভারতের কর্নাটক রাজ্যের এমন ঘটনা সবার দৃষ্টি আকর্ষন করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, কর্নাটক রাজ্যের কোপ্পাল এলাকায় অসুস্থ দুর্গাম্মাকে চিকিৎসা এবং মায়ের পেট ভরাতে ভিক্ষা করছে সে।

ভাগ্যশ্রী জানিয়েছে, তার মা দুর্গাম্মার মদ্যপানের আসক্তির জন্যই বাবা ছেড়ে চলে গিয়েছেন তাদের। অতিরিক্ত মদ্যপান করায় দুর্গাম্মা অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করে দেয়।

কিন্তু তারপর আর প্রতিবেশীরা তাদের খোঁজ নেননি। অসুস্থ মায়ের সেবা করা থেকে খাবার জোগার করা সবই এক হাতেই মেয়ে করে চলেছে। গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভিক্ষে করছে শিশুটি। সেই ভিক্ষের টাকা আর খাবার থেকেই মায়ের সেবা যত্ন করে চলেছে ভাগ্যশ্রী।

ঘটনাটি হাসপাতালের অন্য রোগী এবং তাদের পরিজনদের নজরে আসে। তারাই হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনেন বিষয়টি। ইতিমধ্যেই খবর পৌঁছে গিয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রীর দপ্তরে।

ভাগ্যশ্রী এবং তার মাকে চিকিৎসার পর নিরাপদে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ভাগ্যশ্রী যাতে স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারে সেটি দেখাশোনা করার নির্দেশ দেওয়া হয়েছে নারী ও শিশুকল্যাণ দপ্তরকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে