বুধবার, ২৯ মে, ২০১৯, ১০:৫৯:৩৪

ভারতের অনুরোধে সুষমার বিমানকে অনুমতি দিলো পাকিস্তান

ভারতের অনুরোধে সুষমার বিমানকে অনুমতি দিলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদ গত সপ্তাহে এসসিও সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের আকাশসীমা দিয়ে সরাসরি উড্ডয়ন করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বিরল ব্যতিক্রমী সুযোগ দিয়েছে। দিল্লি ও ইসলামাবাদ দি হিন্দুকে বিষয়টি নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে দ্য সাউথএশিয়ান মনিটর।

গত ২৬শে ফেব্রুয়ারি বালাকোট হামলার পর ভারত থেকে ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেয় ইসলামাবাদ। এর ফলে অনেক ঘুর পথে যেতে হয় বলে ভারতীয় বিমানের খরচ পড়ে বেশি। এতে করে হাজার হাজার যাত্রী ফ্লাইট বাতিল করেছে। তাছাড়া টিকিটের দামও বেড়ে গেছে।

স্বরাজকে যাতে অনেক বেশি পথ সফর করতে না হয়, সেজন্য পাকিস্তানকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দিতে অনুরোধ করে ভারত। ভারতের অনুরোধে সাড়া দেয় পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল জানিয়েছেন। দিল্লির সরকারি সূত্রও এর সত্যতা স্বীকার করেছে। একটি সূত্র জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধের পরই এই অনুমতি দেয়া হয়।

সুষমা স্বরাজ ২১ ও ২২শে মে কিরগিজস্তানে অনুষ্ঠিত এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন। তাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিও যোগ দেন। তারা সম্মেলনের ফাঁকে বিশেষ লাউঞ্জে কিছু সময় আলাপচারিতা করেন।

পাকিস্তান ওই অনুমতি না দিলে কিরগিজস্তান যেতে স্বরাজকে চার ঘণ্টার বদলে আট ঘণ্টা আকাশে থাকতে হতো।
পাকিস্তানের ওই নিষেধাজ্ঞার ফলে গত তিন মাস ধরে প্রতিদিন প্রায় ৩৫০টি ফ্লাইট সমস্যায় পড়ছে। ইউনাইটেড এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি সংস্থার ফ্লাইট বাতিলও করা হয়েছে। অতিরিক্ত সময় উড্ডয়নের কারণে এয়ার ইন্ডিয়ার প্রতিদিন লোকসান হচ্ছে ৫-৭ কোটি রুপি। উড্ডয়ন বাতিল করায় ফি না পাওয়ার কারণে পাকিস্তান কর্তৃপক্ষও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৩০শে মে এ ইস্যুতে বৈঠকে বসবে পাকিস্তানি কর্তৃপক্ষ।

এক পাকিস্তানি কর্মকর্তা বলেন, আমাদের যখন মনে হবে, ভারত উত্তেজনা প্রশমন করেছে, তখনই আকাশসীমা খুলে দেব।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শিগগিরই বিসকেক যাবেন। ১৩-১৪ই জুন সেখানে এসসিও শীর্ষ সম্মেলন হবে। কর্মকর্তারা আশা করছেন, ততদিনে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে