ভূমিকম্প ইস্যুতে সুখবর দিলেন বিজ্ঞানীরা
আন্তর্জানিক ডেস্ক: ‘সৃষ্টিকর্তার গ্রাস’ কখনো এড়ানো যায় না। তবুও ধ্বংসের খবর গুলোর যদি একটু পূর্বাভাষ পাওয়া যেত তাহলে একটু সচেতন হওয়ার সুযোগ থাকতো। ভূমিকম্প ইস্যুতে সেই সুখবরটিই দিল বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের একাংশ বলছেন, তারা এখন থেকে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবেন। আর সেই পূর্বাভাস দেওয়া হবে খোদ কলকাতা থেকে।
বিজ্ঞানীরা বলছে, বায়ুমণ্ডলের একটি স্তরের চরিত্র-বিচার করে ‘বিধির বিধান’ আগেভাগেই জেনে ফেলা যাচ্ছে! ভূমিকম্পটি কতটা ভয়াবহ হতে পারে, তার তাণ্ডব কতটা এলাকা জুড়ে চলতে পারে, মূলত সেগুলোই জানা যাবে।
বিজ্ঞানীদের দাবি, বায়ুমণ্ডলের একটা স্তর ‘আয়নোস্ফিয়ার’-এ তড়িৎ-কণা বা আধানের তারতম্য বিচার করে বড় ভূমিকম্প কোথায়, কত দিনের মধ্যে হতে যাচ্ছে, তার পূর্বাভাস দেওয়া যাচ্ছে। বড় ভূমিকম্পের ক্ষেত্রে যার সাফল্যের হার ৫০ থেকে ৬০ শতাংশ।
বড় ভূমিকম্পের পূর্বাভাস পেতে ভূ-বিজ্ঞান মন্ত্রকের অধীন কলকাতার ‘ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স’ (আইসিএসপি)-এর উদ্যোগে কলকাতা, মেদিনীপুর, মালদহ, কালিম্পং ও কোচবিহার সহ রাজ্যের পাঁচটি জায়গায় বসানো হয়েছে অত্যন্ত কম কম্পাঙ্কের রেডিও তরঙ্গ মাপার ‘ভেরি লো ফ্রিকোয়েন্সি (ভিএলএফ) রেডিও সিগন্যাল রিসিভার’। কয়েক বছরের মধ্যে দেশে এমন আরও ২৫/৩০টি ‘ভিএলএফ রিসিভার’ বসতে চলেছে।
সূত্র: আনন্দবাজার
১৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল