বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৬:৪৯

কানাডা থেকে বোতলজাত বাতাস কিনছে চীন

কানাডা থেকে বোতলজাত বাতাস কিনছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : প্রকৃতির অপার দান বাতাস। যা গ্রহণ করতে কোনো বাধা নেই, নেই কারও নিজস্ব করায়ত্বে। যে যত খুশি, যার যত টুকু প্রয়োজন বুক ভরে ততটুকুই বায়ু গ্রহণে কোনো প্রতিবন্ধকতা নেই। অবিশ্বাস্য হলেও সত্য চীনের বেলায় আর এটি হচ্ছে না। সম্প্রতি এক দূষিত আপদ ঢুকে পড়েছে দেশটিতে। ইচ্ছা করলেই আর বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নেয়া যাবে না। চড়া মূল্যে কিনতে হচ্ছে বিশুদ্ধ বাতাস। মানুষ কি কখনো ভেবেছে, প্রকৃতির দান, জীবনের অতি প্রয়োজনীয় উপাদান ‘বায়ু’ গ্রহণে এমন অর্থ গুনতে হবে। চীনের বেইজিংসহ কয়েকটি বড় বড় শহরে বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে কানাডা থেকে বোতল বোতল বাতাস কিনছে চীন। অন্য দেশ থেকে বাতাস আমদানির ঘটনা বিশ্বে এটাই প্রথম। খবর টাইসম অব ইন্ডিয়ার। রাজধানী বেইজিংয়ের বায়ুমমণ্ডল দূষিত হয়ে গেছে, নিঃশ্বাসের সঙ্গে ঢুকছে বিষ। সে সঙ্গে মানবদেহের জন্য ক্ষতিকর সিসা। এই পরিস্থিতিতে রেড এলার্ট জারি করতে বাধ্য হয়েছে চীনা সরকার। নাগরিকরা প্রাণভরে শ্বাস নিতে পারছে না বাঁচবে কিভাবে? অন্য উপায় না পেয়ে, বেইজিংয়ের লোকদের বাঁচাতে এখন বোতলজাত বিশুদ্ধ বায়ু কিনতে হচ্ছে। কানাডার একটি কোম্পানি বেইজিংয়ে বোতলভর্তি বিশুদ্ধ বাতাস বিক্রি করছে। কানাডার বানফ ও লেক লুইস পাহাড় থেকে বিশুদ্ধ এ বাতাস বোতলজাত করা হচ্ছে। প্রতি বোতল বাতাসের মূল্য ২৮ মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রামানে প্রায় ২ হাজার টাকা। যেখানে এক বোতল অক্সিজেনের মূল্য ২৭.৯৯ ডলার, সেখানে বানফ বিশুদ্ধ বাতাসের মূল্য ২৩.৯৯ ডলার। চীনের ‘বিশুদ্ধ বাতাস’ বিক্রয় প্রতিনিধি হ্যারিসন অং বলেন, প্রতি মিনিটে আমাদের অনলাইন শপিংয়ে বহু বোতল বাতাসের অর্ডার আসছে। প্রথম চালানে ৫ শতাধিক বোতল বাতাস বিক্রি হয়েছে। আরও ৭ শতাধিক বোতল বাজারজাত করা হয়েছে। এর আগেও কয়েকবার ধোঁয়াশায় ঢেকে যায় বেইজিংয়ের আকাশ। ১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে