বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৭:২৬:৪৯

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিয়ে বেকায়দায় মুসলিম বিচারক

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিয়ে বেকায়দায় মুসলিম বিচারক

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কে পবিত্র কোরআন হাতে রেখে শপথ নিয়ে বেকায়দায় পড়েছেন প্রথম কৃষ্ণাঙ্গ মুসলিম নারী বিচারক। তিনি মূলত বাইবেলের পরিবর্তে কোরআন ছুঁয়ে শপথ করেছেন বলেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

একটি ফৌজদারি আদালতের বিচারক হিসেবে শপথ নিয়েছেন তিনি। প্রচলিত রীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রে বিচারক হিসেবে দায়িত্ব পালন করার শপথ নে‌ওয়ার সময় বাইবেলের ওপর হাত রাখতে হয়। ক্যারোলিন ওয়াকার ডিয়ালো নামের ওই বিচারক তা করেননি। তিনি তার পরিবর্তে পবিত্র কোরআনে হাত রেখেছিলেন।

এ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পরই তীব্র সমালোচনা হচ্ছে তাঁর। তিনি এর মাধ্যমে সব মার্কিনির মুখে চপেটাঘাত করেছেন বলেও মন্তব্য করছেন কেউ কেউ। পবিত্র কোরআনে হাত রেখে ক্যারোলিন ওয়াকার বলেন, "আমি ক্যারোলিন ওয়াকার ডিয়ালো, শপথ করছি যে, যুক্তরাষ্ট্রের ও নিউ ইয়র্ক রাজ্যের সংবিধান মেনে চলব। নিউ ইয়র্ক শহরের ফৌজদারি আদালতের বিচারক হিসেবে বিশ্বস্ততার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করে যাব।"

ব্রুকলিন বরো হলে সপ্তম মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্টে এ শপথ নেন ওয়াকার ডিয়ালো। এর ভিডিও কেউ একজন ফেসবুকে পোস্ট করে দেন। তার পর থেকেই তাঁকে সমালোচনা শুনতে হচ্ছে। এ ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদরা মাঠ গরম করারও চেষ্টা করছেন বলে জানা গেছে।
এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে