বুবু আমাকে কি ছাগল বলে মনে হয়?
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সারদা কেলেঙ্কারী মামলায় জেলবন্দি প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে বৃহস্পতিবার আলিপুর আদালতে আনা হয়। এই আদালত থেকেই কিছুদিনের জন্য জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু হাইকোর্টের নির্দেশে ফের জেল-বাস করতে হচ্ছে তাকে। মদন মিত্র বর্তমানে ক্ষমতাশালী নন, প্রমাণ করতে দল তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেও সুরাহা হয়নি। ২০ ডিসেম্বর সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্ট জামিন আবেদন খারিজ করে দেয়।
হাইকোর্টের রায় শুনেই আদালতে আত্মসমর্পণ করেন মদন মিত্র। ৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ৩ ডিসেম্বর তাঁকে পেশ করা হলে আবার ১৪ দিনের জেল হেফাজত হয়। বৃহস্পতিবার বিচারক সৌগত রায়চৌধুরী ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
স্বাভাবিকভাবেই মদন মিত্রের মুড ভাল ছিল না। আর গত কয়েকদিনে সারদা মামলায় দলের আর এক নেতা শঙ্কুদেব পণ্ডাকে জিজ্ঞাসাবাদ এবং পদ থেকে অপসারণ করা হয়েছে। অন্য দিকে দীর্ঘ এক বছর দূরত্বে থাকার পরে মুকুল রায়ের সঙ্গে নতুন করে দলের ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে। ক’দিন আগে দিল্লিতে নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তিনি নৈশভোজ করেছেন এবং বুধবারই সংসদীয় দলে স্থান পেয়েছেন। কিন্তু মদন মিত্রের পাশে কার্যত আর নেই দল।
এই নিয়েই বৃহস্পতিবার আলিপুর আদালত চত্বরে পুলিশের গাড়িতে ওঠার সময় এক মহিলা সাংবাদিক প্রশ্ন করেন— মুকুল রায় দলের মূলস্রোতে ফিরছেন আর আপনি জেলে। তবে কি সারদাকাণ্ডে আপনাকে বলির পাঁঠা করা হয়েছে? জবাবে মদন বেশ রাগের স্বরে বলেন, ‘‘বুবু আমাকে কি ছাগল বলে মনে হয়?’’
১৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল