বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫৩:০৭

মহাসাগরের তল দিয়ে দীর্ঘ সেতু নির্মানের উদ্যোগ

মহাসাগরের তল দিয়ে দীর্ঘ সেতু নির্মানের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক: এবার ভারত থেকে সড়ক পথেই যাওয়া যাবে শ্রীলঙ্কা। রামায়ণ অনুসারে সমুদ্রের ওপর পাথর ফেলে সেতু নির্মাণ করে রাবণের লঙ্কারাজ্যে পৌঁছেছিলেন শ্রীরামচন্দ্র। সেই পথে এবার সত্যি সেতু তৈরি হতে চলেছে। বুধবার ভারতের লোকসভায় এ কথাই জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি। তার সঙ্গে ভারত থেকে শ্রীলঙ্কা যাওয়ার একটি টানেলও তৈরি করা হবে। দক্ষিণ ভারতের রামেশ্বরম থেকে এই সেতু শ্রীলঙ্কা যাবে বলে জানিয়েছেন নীতীন গড়কড়ি। এই সেতু তৈরির পুরো টাকাটাই দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রেমেসিংঘের সাম্প্রতিক ভারত সফরের সময় নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে এই বিষয়টি চূড়ান্ত করেন। বর্তমানে গাড়িতে রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা যেতে ৪৫ ঘণ্টা সময় লাগে। তার মধ্যে বেশ খানিকটা জলপথ অর্থ্যাৎ ভারতমহাসাগর পেরোতে হয়। আর প্লেনে সময় লাগে সাড়ে তিন ঘণ্টা। এই সেতু ও টানেল নির্মাণের কাজ সম্পূর্ণ হলে এই সময় অনেকটাই কমিয়ে আনা যাবে। পুরো প্রকল্পের জন্য খরচ পড়বে আনুমানিক ২৪,০০০ কোটি টাকা। কেন্দ্রে ক্ষমতায় এসে প্রথম থেকেই Act East নীতি নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সচেষ্ট হয় মোদী সরকার। ভারত-শ্রীলঙ্কার মধ্যে এই সেতু তাঁর সেই নীতিরই রূপায়ণ। ১৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে