আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহম্মদ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার মূলে আছে যুক্তরাষ্ট্র। তারাই উত্তেজিত করছে ইরানকে। প্রথমে যুক্তরাষ্ট্র (পারমাণবিক) চুক্তি থেকে বেরিয়ে গেলো এবং পরবর্তীতে উপসাগরে একাধিক জাহাজ পাঠালো। এভাবে ইরানকে উত্তেজিত করছে তারা। এর ফলে শুরু হয়ে যেতে পারে বিশ্বযুদ্ধ। শনিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনবিসির সংবাদ উপস্থাপিকা তানভির গিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার জন্য কে দায়ী জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
মাহাথির মোহাম্মদ বলেন, যদি ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে, এই যুদ্ধ শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি হবে বিশ্বযুদ্ধ। কারণ যে দেশগুলো পারমাণবিক অস্ত্রের ব্যবহার দেখতে চায় না, সেগুলোকেও এক্ষেত্রে ব্যবহার করা হবে। এসব দেশও যুদ্ধে জড়িয়ে পড়বে।