ক্রিকেটে শচিন ও ফুটবলে মেসির ভক্ত গুগল-সিইও
আন্তর্জাতিক ডেস্ক : নিজে বড় ক্রিকেটপ্রেমী বলে জানিয়ে বললেন, ছোটবেলায় তার স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া। কিন্তু তার পরিবর্তে গুগল-এর শীর্ষে আরোহন করেছেন সুন্দর পিচাই।
বেড়ে ওঠার দিনগুলি তার স্বপ্নের নায়ক ছিলেন সুনীল গাভাস্কার, একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে তিনি ফিরে গেলেন চেন্নাইয়ে ছেলেবেলার দিনগুলিতে। ডুব দিলেন স্মৃতি রোমন্থনে।
শীর্ষ গুগল-কর্তা বলেছেন, অনেক ভারতীয়ের মতো আমিও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতাম। গাভাস্কার যখন খেলতেন, তখন ছিলাম তার বিরাট ফ্যান। পরে ভক্ত হয়ে পড়ি শচিন টেন্ডুলকারের। সবসময় একটা স্বপ্ন ছিল আমার।
আগস্টে গুগল-এর সিইও হয়েছেন। তারপর এই প্রথম ভারতে আসা। নয়া দিল্লীর ইন্ডিয়া গেটের কাছে স্থানীয় কয়েকজনের সঙ্গে কিছুক্ষণ ক্রিকেট খেলতেও দেখা যায় তাকে।
আইআইটি খড়্গপুরের এই ৪৩ বছর বয়সি সুন্দর পিচাই জানালেন, তিনি টেস্ট ক্রিকেট, একদিনের ক্রিকেট, দুটোই উপভোগ করেন। তবে টি-২০ তাকে টানে না। এ ব্যাপারে প্রায় ১৮০০ দর্শকের সামনে তিনি বলেছেন, আমি সবসময় টেস্ট ক্রিকেটের ঘোরে থাকতাম। অবাক হতাম। তখন দেখার সময়ও পেতাম। কিন্তু আমি যেগুলির সঙ্গে বড় হয়েছি, সেগুলির মধ্যে টি-২০ পড়ে না। তাই টেস্ট বা একদিনের মতো আকর্ষণ পাই না টি-২০তে।
ক্রিকেটের পাশাপাশি তিনি ফুটবলও ভালবাসেন। বার্সালোনা এফসি তার প্রিয় ক্লাব, লিওনেল মেসি-র বড় ভক্ত, এও জানালেন পিচাই।
১৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস