শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০১:০০:০১

খৃষ্টমাসে দেখা মিলবে বিরল চাঁদ

খৃষ্টমাসে দেখা মিলবে বিরল চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব জুড়ে এখন খৃষ্টমাসের মেজাজ। তবে এই খৃষ্টমাসে উপরি পাওনা মহাকাশের এক বিরল দৃশ্য। এক বিশেষ পূর্ণচন্দ্রের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। উৎসবের আবহে এই খবর জানাল নাসা। ১৯৭৭ -এ সেই পূর্ণচন্দ্র দেখা গিয়েছিল, ২০৩৪-এর আগে আর সেই দৃশ্য দেখা যাবে না। ডিসেম্বরের এই পূর্ণিমাকে লা হয় 'ফুল কোল্ড মুন'। কারণ শীতের ঠিক শুরুতেই সেই চাঁদ দেখা যায়। নাসার আধিকারিক জন কেলার জানিয়েছেন, এই উৎসবের মরশুমে এইরকম চাঁদ দেখা সত্যিই সৌভাগ্যের। তিনি আরও জানিয়েছেন, পৃথিবীর আর চাঁদের ভৌগলিক সম্পর্ক এতটাই গুরুত্বপূর্ণ যে চাঁদ ছাড়া পৃথিবীর রূপটাই পালটে যাবে। নাসার স্পেশক্রাফট বর্তমানে চাঁদের চারিদিকে ঘুরছে। ২০০৯ থেকে এটি চাঁদ নিয়ে গবেষণা করে আসছে। এই স্পেশক্রাফট পরবর্তীকালে চাঁদ নিয়ে গবেষণায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। ১৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে