তুরস্কর সাথে সিরিয়ার ভিসাচুক্তি বাতিল
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া নাগরিকদের জন্য তুরস্ক ভিসার সুযোগ আর থাকছে না। সম্প্রতি সিরিয়া তুরস্কর সঙ্গে ভিসা ‘অব্যাহতি চুক্তি’ বাতিল করায় এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে দেশটির নাগরিকরা।
এর আগে তুরস্ক এমন সিদ্ধান্ত নেয়ায় সিরিয়াও এবার এই সিদ্ধান্ত নিয়েছে দামেস্ক।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘গত ৯ ডিসেম্বর তুরস্কের সরকার একতরফাভাবে সিরিয়ার নাগরিকদের জন্য ভিসা সুবিধা বাতিল করার পর আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
সিরিয়ার মন্ত্রণালয় বলেছে, এ সিদ্ধান্তের আওতায় এখন থেকে তুরস্কের কোনো নাগরিক বিনা ভিসায় সিরিয়ায় ঢুকতে পারবে না এবং গত ৯ ডিসেম্বর থেকে ভিসা সুবিধা বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে গণ্য করা হবে। তবে এ সিদ্ধান্ত ৩০ দিন পর থেকে কার্যকর হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। মন্ত্রণালয় বলেছে, আংকারা সরকারের জন্য সিরিয়া ও তুরস্কের নাগরিকরা এ সুবিধা থেকে বঞ্চিত হলো। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ২০০৯ সালের অক্টোবর মাসে তুরস্ক সফর করেন। তার এক মাস পরেই এ সুবিধা চালু করা হয়।
২০১১ সালে সিরিয়ায় সহিংসতা শুরু হয় এবং বিদেশি মদদপুষ্ট তুরস্ক সন্ত্রাসীদেরকে সব ধরনের প্রকাশ্য সমর্থন দিয়ে আসছে।
১৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�