শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৫:০৬

মুসলিমদের সমর্থনে হিজাব পরলেন খ্রিস্টান অধ্যাপক

মুসলিমদের সমর্থনে হিজাব পরলেন খ্রিস্টান অধ্যাপক

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার হুইটন কলেজের একজন খ্রিস্টান অধ্যাপক দেশটিতে মুসলিমদের প্রতি সাম্প্রতিক বিদ্বেষমূলক আচরণের বিপক্ষে মুসলিমদের সাথে একাত্মতা পোষণ করে হিজাব পরিহিত নিজের একটি ছবি পোস্ট করেছেন। ফলে, কলেজ কর্তৃপক্ষ ওই অধ্যাপককে বাধ্যতামূলক প্রশাসনিক ছুটি দিয়েছে। মুসলিমদের সমর্থনে হিজাব পরিধানের সাম্প্রতিক প্রবণতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, এই প্রবণতা নারীবিদ্বেষীদের উৎসাহিত করতে পারে এবং এটি নিয়ন্ত্রণ করতে হবে। অন্যদিকে, আরেক দল বলছেন মুসলিমবিদ্বেষী মনোভাবের বিপরীতে মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য এই প্রক্রিয়া চালিয়ে যাওয়া উচিত। হুইটন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ল্যারিসিয়া হকিন্স গত ১০ ডিসেম্বর নিজের হিজাব পরিহিত ছবি পোস্ট করে একটি বার্তা সংযুক্ত করেছেন। ‘তারা এবং আমরা খ্রিস্টানরা একই ঈশ্বরের অনুসারী’ বার্তা সম্বলিত ছবি পোস্ট করে মুসলিমদের প্রতি একাত্মতা পোষণ করেন তিনি। প্রফেসর ল্যারিসিয়ার কলেজ কর্তৃপক্ষ তার বার্তাটিকে কলেজের খ্রিস্টান ভাবধারার পরিপন্থী বলে উল্লেখ করেছে এবং তাকে বাধ্যতামূলক প্রশাসনিক ছুটি দিয়েছে। গত কয়েকবছর যাবৎ যুক্তরাষ্ট্রে হিজাব পরিহিত মুসলিম নারীরা অব্যাহতভাবে বিদ্বেষমূলক আচরণের শিকার হচ্ছে। নির্যাতিত মুসলিম নারীদের পাশে দাঁড়ানোর জন্য অনেক অমুসলিম নারী হিজাব পরে চলাফেরা করেন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন। সূত্র: এপি ১৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে