‘সৌদি জোটের পেছনে মার্কিন ষড়যন্ত্র’
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ষড়যন্ত্রে সৌদি আরব কথিত সন্ত্রাসবিরোধী সামরিক জোট গঠন করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ । বৃহস্পতিবার দেয়া ওই বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা এ জোট গঠনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে ভীষণভাবে সন্দিহান।
সংগঠনটি এ জোট গঠনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেছে, মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা আমন্ত্রণের জন্যই এ ষড়যন্ত্র করা হয়েছে।
জোটকে স্বাগত জানানোর কারণে লেবাননের প্রধানমন্ত্রী তাম্মাম সালামের নিন্দা জানিয়ে হিজবুল্লাহ আরো বলেছে, লেবানন এ ধরনের সন্দেহজনক কোনো জোটের সদস্য হতে পারে না। পাশাপাশি সংগঠনটি বলেছে, লেবাননকে না জানিয়ে জোটের সদস্য ঘোষণা করায় আমরা বিস্মিত হয়েছি।
উল্লেখ্য, গতমঙ্গলবার সৌদি আরব ঘোষণা করেছে- পাকিস্তান, মালয়েশিয়া, মিসর, তুরস্ক, লেবাননসহ ৩৪টি দেশের সমন্বয়ে তারা একটি সামরিক জোট গঠন করেছে যার নেতৃত্বে রয়েছে রিয়াদ।
১৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল