বেইজিংয়ে আবারো রেড অ্যালার্ট জারি
আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে আবারো রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। প্রচণ্ড ধোঁয়ার কারণে এ নিয়ে দ্বিতীয়বারের মতো রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর আগে গত ৭ ডিসেম্বর প্রথমবারের মতো সতর্কতা জারি করা হয়। এ সতর্কতা জারির সঙ্গে সঙ্গে এই অঞ্চলে গাড়ির ব্যবহার সীমিত, শিল্প-কারখানা ও নির্মাণ কাজ বন্ধ রাখতেও বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার থেকে ফের ঘণ ধোঁয়ায় ছেয়ে যেতে পারে বেইজিং। মঙ্গলবার পর্যন্ত এ ধোঁয়ার প্রবাহ অব্যাহত থাকবে। শুধু বেইজিংই নয়, চীনের মধ্যাঞ্চল শিয়ান থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় হারবিন পর্যন্ত বিশাল এলাকা ছেয়ে যাবে এই ধোঁয়ায়।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এবারের ধোঁয়া আগেরবারের চেয়েও মারাত্মক হতে পারে। এ সময় ২.৫ মাইক্রোমিটারের কণা (পিএম-২.৫) প্রতি ঘণমিটারে ৫০০ মাইক্রোগ্রাম ছাড়িয়ে যাবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। এর আগের সতর্কতার সময় এ মাত্রা ছিল ৩০০ মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, প্রতি ঘণ মিটারে এ ধরনের কণার পরিমাণ সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রাম পর্যন্ত জনস্বাস্থ্যের জন্য নিরাপদ।
১৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল