ক্ষেপণাস্ত্র হামলায় ১২০ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের সেনাবাহিনী বলেছে, মা’রিব প্রদেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে সৌদি আরবের পক্ষ নিয়ে লড়াইরত অন্তত ১২০ ভাড়াটে সেনাকে হত্যা করতে পেরেছে। এতে অনেক সৌদি সেনাও নিহত হয়েছে।
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী গতকাল দুপুরে এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় টোচাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আরবি ওয়েবসাইট আল-মাসিরাহ্ এ খবর দিয়েছে।
এদিকে, এর আগে সৌদি আরবের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নাজরান অঞ্চলের সামরিক ঘাটিগুলো লক্ষ্য করে দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনে বাহিনী। এর মধ্যে একটি ছিল টোচাকা ক্ষেপণাস্ত্র এবং সৌদি আরব এ হামলা প্রতিহত করতে পেরেছে। টোচাকা ক্ষেপণাস্ত্রটি মা’রিব শহরের কাছেই ইয়েমেনি আকাশসীমার মধ্যে ধ্বংস হয়েছে। অন্যটি ছিল কাহার-১ ক্ষেপণাস্ত্র এবং এটি নাজরান শহরের পূর্বাঞ্চলে একটি মরুভূমিতে যেয়ে পড়েছে।
এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কমান্ড। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু তারা জানায় নি।-রেডিও তেহেরান
১৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�