বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯, ০৪:২২:৫৮

ব্রিটেনের প্রথম মুসলিম অর্থমন্ত্রী হলেন সাজিদ জাভিদ

ব্রিটেনের প্রথম মুসলিম অর্থমন্ত্রী হলেন সাজিদ জাভিদ

দায়িত্ব বুঝে নিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। বাকিংহাম প্যালেসে রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে সরকার গঠনের অনুমতি নেন তিনি, ঘোষণা করেন নিজের নতুন মন্ত্রিসভা। আর সেখানেই অপেক্ষা করছিল চমক।

ব্রেক্সিটপন্থী এবং অভিবাসী বিরোধী হিসেবে পরিচিত জনসন তার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম সাজিদ জাভিদের নাম ঘোষণা করেছেন। আর এর মধ্য দিয়েই প্রথম মুসলিম হিসেবে ব্রিটেনের অর্থমন্ত্রীর দায়িত্ব পান সাজিদ।

সাজিদের বাবা পাকিস্তানি নাগরিক। ১৯৬০ সালে ভাগ্যের সন্ধানে স্ত্রীকে নিয়ে তিনি যুক্তরাজ্যে চলে আসেন। সাজিদের জন্মও এখানেই। প্রথমে কাপড়ের কারখানার শ্রমিক হিসেবে কাজ শুরু করলেও একসময় বাস চালানো শুরু করেন সাজিদের বাবা।

পরবর্তীতে ব্রিস্টলে নিজেদের দোকান খুলে বসেন তিনি। এই দোকানের ওপরেই দুই রুমের ফ্ল্যাটে অন্যান্য চার ভাইয়ের সঙ্গে বেড়ে ওঠেন সাজিদ।এবারের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেও মন্ত্রিত্ব সাজিদের কাছে নতুন নয়। এর আগেও সদ্য সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে'র মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এমন কি মে'র পদত্যাগের পর প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়েও ছিলেন তিনি। তাকে ব্রিটেনের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবেও দেখতে পাচ্ছিলেন অনেক বিশেষজ্ঞ। কিন্তু দুই প্রভাবশালী রাজনীতিক জেরেমি হান্ট ও বরিস জনসনের সঙ্গে  প্রতিযোগিতায় টিকে থাকতে পারেননি তিনি।

তবে সাজিদকে মূল্যায়ণ করতে ভুল করেননি জনসন। অর্থনীতিতে পড়ালেখা সম্পন্ন করা সাজিদ তরুণ বয়সেই নিজের যোগ্যতার প্রমাণ দিতে শুরু করেন। মাত্র ২৫ বছর বয়সে মার্কিন ব্যাংক চেজ ম্যানহাটনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

কনজারভেটিভ পার্টির রাজনীতিতে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনই, মাত্র ২০ বছর বয়সে। রাজনীতির কারণে ছেড়ে দেন ব্যাংকিং পেশাও। এরপর ২০১০ সালে ব্রোমসগ্রোভ থেকে নির্বাচন করে পার্লামেন্ট সদস্যও হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে